অনলাইনে রিটেইল ব্যবসার অনন্য উপায়
• অনলাইনে অর্ডার গ্রহণ
• এলাকার ঘরে ঘরে ডেলিভারি
• অ্যাপের মাধ্যমে প্রচারণা

আমাদের অফারসমূহ
হুইজ অ্যাপের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সুবিধা কী?
অনলাইন ব্যবসা ও সুবিধাজনক হোম ডেলিভারির এই যুগে লোকাল দোকানগুলো অনেকটাই অবহেলিত। হুইজ ব্যবহার করে আপনি নিজের দোকানকে অনলাইনে নিয়ে যেতে পারবেন, তাও আবার কোনো বিশেষ টেকনিক্যাল দক্ষতা ছাড়াই। তাই হুইজে রেজিস্ট্রেশন করে সহজেই প্রযুক্তি-নির্ভত ব্যবসায় প্রবেশ করুন!

অনলাইনে ব্যবসা করার সুযোগ
যুগটাই এখন ডিজিটাল, ব্যবসাও সব হয়ে উঠছে অনলাইন-নির্ভর। হুইজ অ্যাপ ব্যবহার করে নিজস্ব কোনো উদ্যোগ ছাড়াই খুব সহজে আপনার দোকানও ‘অনলাইন ব্যবসা’য় রূপ নেবে।

আরও বেশি কাস্টমার
অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিয়মিত ক্রেতাদের পাশাপাশি আরও নতুন অনেকেই পরিচিত হবে আপনার দোকানের সাথে। আর ঘরে বসে ডেলিভারি পাওয়ার সুবিধা থাকায় পণ্যের বিক্রিও বেড়ে যাবে সহজেই।

বিক্রি বৃদ্ধি
একদিকে যেমন আপনার কাস্টমারের সংখ্যা বাড়ছে, আরেকদিকে ঘরে বসে ডেলিভারি পাওয়ার সুবিধা থাকায় সেই কাস্টমারদের অর্ডার করার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। তাই আপনার দোকান পাচ্ছে আরও বিক্রি এবং আরও লাভ!

কাস্টমারদের সাথে যোগাযোগ
যে কোনো ব্যবসায় উন্নতি করতে চাইলে তার অন্যতম পন্থা হচ্ছে ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ ধরে রাখা, সবসময় তাদের দৃষ্টিসীমার ভেতরে থাকার চেষ্টা করা। এলাকাবাসীদের কাছে নিয়মিত পণ্য পৌঁছে দেওয়া এবং হুইজ অ্যাপে অ্যাক্টিভ থাকা হতে পারে এই সংযোগ স্থাপনের অন্যতম উপায়।
দোকানীদের মতামত
হুইজ অ্যাপ ব্যবহার করে দোকানীরা কেমন ফলাফল পাচ্ছেন?

২০ বছর ধরে এই এলাকায় দোকান করছি, এলাকার পুরনো লোকজন সবাই আমার দোকান এক নামে চিনতো। কিন্তু কাছেই বড় সুপার শপ হওয়ার পর থেকে এলাকার নতুন মানুষজনের আমার দোকানে আসা একদম কমে গিয়েছিল। প্রায়ই ভাবতাম – আমাদের মতো ছোট দোকানীদের কি আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে? অনলাইনে ডেলিভারি দেওয়া যে আমাদের পক্ষে সম্ভব কোনোদিন ভাবি নাই। হুইজ এসে আমাদের সেই সুযোগ করে দিয়েছে, এখন এলাকার ছোট-বড় অনেকেই আবার নতুন করে আমার দোকান থেকে পণ্য নিচ্ছে, আলহামদুলিল্লাহ!

রহমত উল্লাহ্
পণ্য ভেরাইটিস স্টোর , রমনা

আজকাল তো মানুষজন দোকানে এসে কেনাকাটা করেই না। বিশেষ করে কমবয়সী লোকজন, সাধারণত অনলাইনেই অর্ডার দেয়। আমার দোকান এই এলাকায় বেশ কিছুদিন হলো, কিন্তু পরিচিতি তেমন একটা হয়ে উঠে নাই। হুইজে ডেলিভারি দেওয়া শুরু করার পর থেকে অনেক অল্পবয়সীরাও আমার দোকান থেকে অর্ডার দিচ্ছে, নাম চিনতে পারছে। কেনাবেচা তো বেড়েছেই, সাথে দোকানের পরিচিতিও এলাকায় বাড়ছে দিনে দিনে।

মোঃ জয়নাল মিয়া
লাভলি ভেরাইটিস স্টোর, ড. গলি

অনলাইনে ব্যবসা করা যে এতো সহজ জানতামই না। মোবাইল অ্যাপে অর্ডার নেই, কী কী দিতে হবে সব লেখা থাকে, আশেপাশের মধ্যেই কোনো বাসায় দিয়ে আসি আর টাকা পাই। দোকানের কর্মচারীদের ওপর বেশি চাপ পড়ে না, ডেলিভারির জন্য বাড়তি লোকও লাগে না। তার উপর বিক্রিও বেড়ে গেছে প্রায় দ্বিগুণ!

জাহিদ হোসেন বাবু
জাহিদ ষ্টেশনারী এন্ড প্রিন্টিং, মগবাজার

হুইজে দোকানের জিনিস বিক্রি করা একেবারে সহজ। অ্যাপটা ডাউনলোড করলাম, নাম-ঠিকানা দিলাম, ২ মিনিটে রেজিস্ট্রেশন হয়ে গেলো। এখন প্রত্যেক দিন অ্যাপ দিয়ে অর্ডার নিচ্ছি আর ডেলিভারি দিচ্ছি। কোনো ঝামেলা নাই।

নয়ন মণ্ডল
সেবা ফার্মা, সিদ্ধেশ্বরী